শিরোনাম
কোভিড ভ্যাকসিনের জন্য নিবন্ধন সংক্রান্ত
বিস্তারিত
এতদ্বারা ঢাকা ও গাজীপুর জেলার সৌদিআরব এবং কুয়েতগামী কর্মীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, কোভিড ভ্যাকসিন টিকা গ্রহণে আগ্রহী কর্মীগণ যারা ১ জানুয়ারি ২০২১ সালের পর বিএমইটিতে রেজিষ্ট্রেশন করেছেন তারা পাসপোর্ট নাম্বার ব্যবহার করে www.shurokkha.gov.bd তে টিকার জন্য রেজিষ্ট্রেশন করতে পারবেন। মন্ত্রণালয়, বিএমইটি কিংবা ডিইএমও অফিসে আসবার প্রয়োজন নেই।
যারা ১ জানুয়ারি ২০২১ এর পূর্বে বিএমইটিতে রেজিষ্ট্রেশন করেছেন বা ছুটিতে দেশে এসেছেন এবং বৈধ নূন্যতম ১ মাসের ভিসা আছে তারা বাসায় বসে "আমি প্রবাসী" অ্যাপ এ অথবা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, (ডিইএমও) ঢাকায় এসে রেজিষ্ট্রেশন করে www.shurokkha.gov.bd এ কোভিড ভ্যাকসিনের জন্য পাসপোর্ট নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন।
রেজিষ্ট্রেশন এ আগত কর্মীদের নিম্নোক্ত তারিখ অনুযায়ী রেজিষ্ট্রেশন এর জন্য ডিইএমও অফিসে আসার অনুরোধ জানাচ্ছি-
০৩/০৭/২১- দোহার, শ্রীপুর উপজেলা
০৪/০৭/২১- নবাবগঞ্জ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন
০৫/০৭/২১- কেরানীগঞ্জ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
০৬/০৭/২১- সাভার, গাজীপুর সদর উপজেলা
০৭/০৭/২১- কাপাসিয়া, কালিয়াকৈর, কালীগঞ্জ উপজেলা
০৮/০৭/২১- শ্রীপুর, নবাবগঞ্জ উপজেলা
০৯/০৭/২১- দোহার, সাভার এবং কেরানীগঞ্জ উপজেলা