Wellcome to National Portal
Main Comtent Skiped

List of services

 

ক্রম

সেবা সমূহ

1.

বিদেশ গমনেচ্ছু কর্মীদের নাম ডাটাবেজে নিবন্ধনকরণ ও ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ।

2.

অভিবাসন ব্যবস্থাপনায় মধ্যস্বত্ত্বভোগী/দালাল শ্রেণী বিলোপে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা।

3.

বৃত্তিমূলক কারিগরি প্রশিক্ষণে উদ্ধুদ্ধ করণে পরামর্শ এবং সচেতনতামূলক প্রচারণা।

4.

অন-লাইন এ ভিসা যাচাই।

5.

বিদেশ গমনেচ্ছু কর্মীদের তথ্য সেবা প্রদান

6.

ক্ষতিগ্রস্থ/বিপদগ্রস্থ প্রবাসী কর্মীদের আর্থিক ও প্রয়োজনে ক্ষতিপূরণ আদায়ের নিমিত্ত আইনী সহায়তা প্রদান।

7.

মৃত কর্মীদের মরদেহ দেশে আনয়ন, দাফন ও মৃতের পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক অনুদান বিতরণ।

8.

প্রবাসী কর্মী ও তাঁর পরিবার কর্তৃক বিভিন্ন অভিযোগ গ্রহণ ও তদন্তের মাধ্যমে নিস্পত্তির ব্যবস্থাকরণ।

9.

প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান।

10.

প্রতারিত এবং নির্যাতিত প্রবাসী কর্মীদের দেশে ফেরত আনার সার্বিক সহযোগীতা প্রদান।

11.

প্রবাসী কর্মীদের কল্যাণ নিশ্চিতকরণ ও তাদের অধিকার সংরক্ষণ।

12.

মানব পাচার রোধে সচেতনতা মূলক প্রচারণা।