1948 সালের আইএলও কনভেনশন এর 88 ধারা অনুযায়ী তৎকালে 5টি এমপ্লেয়মেন্ট এক্সচেঞ্জ এবং 4টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের যাত্রা শুরু হয়। স্বাধীনতাত্তর 1976 সালে মাত্র 37 জন জনবল নিয়ে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নামে সম্পূর্ণ আলাদা একটি সরকারী নির্বাহী প্রতিষ্ঠানের শুভ সুচনা হয়। 1976 সালে প্রতিষ্ঠার বছর ‘জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)’ কর্তৃক মধ্যপ্রাচ্যসহ 8-10টি দেশে মাত্র 6087 জন বাংলাদেশী কর্মীর বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ হয়। কালের পরিক্রমায় জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো দেশে 42টি জেলায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস প্রতিষ্ঠা করে বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে এবং বৈদেশিক শ্রমবাজার সম্প্রসারণ করার ফলে বর্তমানে বিশ্বের 162টি দেশে প্রায় 01 (এক) কোটি 20 (বিশ) লক্ষ বাংলাদেশী কর্মীর বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। দেশের শিক্ষিত, স্বল্প-শিক্ষিত, অশিক্ষিত, কর্মবিমুখ বেকার বিশাল জনগোষ্ঠিকে সঠিক পথ নির্দেশনার মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করে দক্ষ জনশক্তিতে রূপান্তর ও দেশে বিদেশে কর্মসংস্থান করা ছাড়াও বিএমইটি’র নির্দেশনা অনুসারে সার্বিক দায়িত্ব পালন করাই জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, ঢাকার কাজ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS